পিরোজপুরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ভাড়ানি খাল পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। গতকাল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, অবৈধ স্থাপন উচ্ছেদ ও খালটি পুনর্খননের কার্যক্রম শুরু করেছি।