গাইবান্ধায় ইজিবাইক চালক আনিছুর রহমান ঠান্ডার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদারের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় বক্তৃতা করেন আনিছুর রহমানের স্ত্রী কবিতা বেগম, ছেলে প্রান্ত, চাচা জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, রফিকুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।