সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে বনের ভিতর সৃষ্টি হওয়া ২২টি বিলে জাল পেতে মিঠাপানির মাছ ধরার ক্ষেত্র তৈরি, পায়ে চলা পথ (ছিলা) করতেই জেলেরা শুষ্ক মৌসুমে পরিকল্পিতভাবে বনে আগুন লাগিয়ে থাকে। অবৈধ পথে মাছ ধরা নিয়ে লোকালয়ের এক শ্রেণির অসাধু জেলে ও বন কর্মকর্তাদের মধ্যে ঘুষবাণিজ্য ও অলিখিত সমঝোতা হয়। তার পরও চাহিদামতো টাকা দিতে না পেরে বিল থেকে মাছ শিকার বঞ্চিত হয়ে ক্ষুব্ধ জেলেরাও কখনো কখনো সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। এভাবে ২২ বছরে সুন্দরবন পূর্ব বিভাগে ২৫ বার আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ১০০ একর বন। সর্বশেষ ২২ মার্চ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিল এলাকায় ও ২৪ মার্চ পার্শ্ববর্তী ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকায় আগুনে প্রায় আট একর বন পুড়ে ছাই হয়ে যায়। তবে, বিল নেই এমন দু-একটি এলাকায়ও মৌয়ালদের মশাল ও বিড়ি-সিগারেটের নিক্ষিপ্ত অংশ থেকেও সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সুন্দরবন বিভাগ বলছে, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে লোকালয়ের পাশ দিয়ে প্রবাহিত ভোলা নদী অপরিকল্পিত পুনর্খনন করা হয়। এ সময় মাটি বনের পাশে ফেলা ও পলি জমে খালের পাড় উঁচু হয়ে যাওয়ায় জোয়ারের পানি ওঠানামা করতে না পারায় বনের পূর্ব বিভাগের দুটি রেঞ্জে সৃষ্টি হয়েছে ছোট-বড় ২২টি মিঠাপানির বিল। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হলো জোয়ারে বনভূমি প্লাবিত হয়। আর ভাটার সময় পানি নেমে যায়। অপরিকল্পিতভাবে ভোলা নদী পুনর্খনন করে বনে পানি ওঠানামার পথ বন্ধ করে দেওয়া হয়। ভোলা নদীর অববাহিকায় বিল সৃষ্টি হয়েছে। খালের পাড়ে পলি জমে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কোথাও কোথাও বিলে পরিণত হয়েছে। এসব বিলের সফঙ্গ নদী ও সংযোগ করে দিতে নালা কেটে দেওয়া হলে জোয়ার-ভাটার পানি ওঠানামা করে পলি জমে প্রাকৃতিক নিয়মে বিল ভরাট হয়ে যায়। বন বিভাগ বছরের পর বছর ধরে এটা না করায় এখন আগুন সন্ত্রাসীদের হাতে পুড়ছে সুন্দরবন। এর আগে দুটি অগ্নিকাে র ঘটনায় দেখা গেছে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর হওয়ায় সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা আগুন দস্যুদের চিহ্নিত করে মামলাও করেছে। এখন সময় এসেছে বিল থেকে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও টাউট নেতাদের অবৈধ্য আয় বন্ধ করে সুন্দরবন রক্ষা করার। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনে সর্বশেষ টেপার বিল ও শাপলার বিল এলাকার বনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বিলে মিঠাপানির মাছ ধরার স্থান পরিষ্কার করার জন্য জেলেরা বনে আগুন লাগিয়ে থাকে বলে উল্লেখ করেছে। তবে, এই দুই দফা আগুন কারা লাগিয়েছে তাদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি। এ ছাড়া সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৌয়ালদের মশাল ও বিড়ি-সিগারেটে থেকেও আগুল লাগতে পারে বলে উল্লেখ করেছে। তদন্ত প্রতিবেদনে সুন্দরবনে আগুন প্রতিরোধে ভোলা নদী পুনর্খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সুন্দরবনের বলা কাঠ কাটার পাস পারমিট প্রদান, পাহারা জোরদার করার সুপারিশও করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে এ বনের আগুন লাগা নিয়ন্ত্রণ সম্ভব হবে, আশা প্রকাশ করেন এই বন কর্মকর্তা।
শিরোনাম
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
সুন্দরবনে আগুনের যত কারণ
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর