পটুয়াখালীর বাউফল-দশমিনা উপজেলার মধ্যবর্তী বাঁশবাড়িয়া বগী বাজার খালের ওপর ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় পাঁচ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে দুই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ। বেশি সমস্যা হয় আশপাশের স্কুলের কোমলমতি শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। পটুয়াখালী এলজিইডি সূত্র জানান, দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি জিসি বগী বাজার সড়কে ২৪ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণে ২০১৯-২০ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। ২ কেটি ৮২ লাখ ১০ হাজার ৫০৬ টাকা ব্যয় বরাদ্দে সেতুটির কার্যাদেশ পায় মেসার্স আবুল কালাম আজাদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান। দরপত্রের শর্তানুযায়ী ২০২১ সালে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, বগী বাজার খালের দুই পারে রয়েছে ১১টি গ্রাম। সেখানে আগে লোহার সেতু (আয়রন ব্রিজ) ছিল। লোহার কাঠামোর ওপর সিমেন্টের স্ল্যাব ছিল। ২০১৯-২০ সালে সেতু নির্মাণের জন্য পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। চলাচলের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। এর পর থেকেই চলাচলরত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সরেজমিনে দেখা যায়, বগী বাজার খালের গভীরতা এবং ট্রলার চলাচলের জন্য পুরোনো রাস্তা থেকে সেতুটি অনেক উঁচু। সেতুর সঙ্গে রাস্তার সংযোগ স্থাপনের জন্য কিছু সিসি স্ল্যাব বসিয়ে কোনোরকম পারাপার হচ্ছে স্থানীয়রা। কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ‘কত যে কষ্টে আছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্রিজ করে ফেলে রেখেছে, কিন্তু দুই পাশের সংযোগ সড়কটা করছে না অনেক বছর। কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, ব্রিজের পশ্চিম পাশের মো. মোয়াজ্জেম হোসেন বাদল বলেন, ‘প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটছে। বয়স্ক ও রোগী এবং কোমলমতি শিক্ষার্থীদের হাত ধরে পার করে দিই।’ ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ‘বিষয়টি নিয়ে বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি।’ ঠিকাদার আবুল কালাম আজাদের মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান, ভূমি অধিগ্রহণের মামলাসংক্রান্ত জটিলতায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। তবে জুনের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশা করেন তিনি।
শিরোনাম
- দীর্ঘ ৬৫ বছরেও পূরণ হয়নি কাপ্তাই-রাজস্থলীবাসীর স্বপ্ন
- বসুন্ধরা শুভসংঘ লক্ষ্মীপুর জেলা কমিটির আত্মপ্রকাশ ও বৃক্ষরোপণ
- ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট স্থগিত করলো বিমান
- ৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা
- চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিমান্ডে
- বগুড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- শাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম’, বিভাগে তালা
- বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ
- কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি, তলিয়ে গেছে রবিশস্য
- অবশেষে ব্যাংকক গেলেন পার্থর স্ত্রী
- ভারতের জন্য আকাশপথে নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান
- সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ
- সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক
- কিয়েভে একযোগে ২৭৩ ড্রোন হামলা
- এবার শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, দ্বায়িত্বজ্ঞানহীন নয় : পরিকল্পনা উপদেষ্টা
- নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে : আমীর খসরু
- ঝড়ে উড়ে গেছে স্কুলের টিনের চালা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান
- এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- শেরপুরে আগাম বন্যার সতর্ক অবস্থা জারি, আতংকে লাখো মানুষ
সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

৩ হাজারের বেশি কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার প্রিয় ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত-বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে : বাণিজ্য উপদেষ্টা
২ ঘণ্টা আগে | বাণিজ্য