ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার গোপিনাথপুর গ্রামে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ভাতিজা জাকারিয়া মোল্লা (২২)।
নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন।
দুপুরে মটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সময় তারা বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি আবদুল কাদের জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।