বগুড়ার শেরপুরে সহিংসতা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার টাকাধুকুরিয়া বাজার ও গতকাল সকালে দলিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আল আমিন খান (৩৭), ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক (৪০), সোহেল রানা (৪৫) ও শাহ আলম (২৮)। ওসি শফিকুল ইসলাম শফিক জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।