ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জামালপুরে ছেলের হাতে মা খুন হয়েছেন। কক্সবাজার ও টাঙ্গাইলে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। প্রতিনিধিদের খবর-
ঝিনাইদহ : জেলায় পাওনা টাকা চাওয়ায় মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাতাল শ্রমিকদের বিরুদ্ধে। সদর উপজেলার বাদপুকুর পশ্চিমপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। ওসি আবদুল্লাহ আল মামুন জানান, চাতাল শ্রমিক আশাদুল, তার বাবা আশকার আলী এবং মা আয়েশানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। জামালপুর : গাছ কাটাকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের চন্দ্রায় গতকাল এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনজুরুল ইসলাম মঞ্জু পলাতক রয়েছেন। মঞ্জিলা বেগম জিরা (৬০) জামালপুর পৌরসভার হাটচন্দ্রার প্রয়াত তোতা শেখের স্ত্রী। কক্সবাজার : নিখোঁজের ১০ দিন পর সোমবার মাহাবুবুর রহমান (২২) নামে এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মাহাবুবুর টেকনাফের হামজারছড়ার সৈয়দ হোসেনের ছেলে। তিনি ৪ এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। ওসি গিয়াস উদ্দিন জানান, সোমবার পশ্চিম উলুচামারি আখির বাপের ঘোনার পাহাড়ে লাশটি পাওয়া যায়। লাশ অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। টাঙ্গাইল : কালিহাতীতে গতকাল সেপটিক ট্যাংক থেকে আবদুল আলীম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়।