মাদারীপুরের রাজৈরে পূর্বশত্রুতার জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য রয়েছেন। রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি ও পরিদর্শক-তদন্তসহ ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন জখম হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ ও তার বন্ধুরা। তখন ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের ও তার বন্ধুরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে গত ৩ এপ্রিল রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। জোবায়েরের বড় ভাই অনিক এ ঘটনায় রাজৈর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা চলছিল। শনিবার রাতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ান। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ওসিসহ ১২ পুলিশ সদস্য এবং ১৩ জন গ্রামবাসী আহত হন।
শিরোনাম
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
- বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
- রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষ ১২ পুলিশসহ আহত ২৫
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর