দিনাজপুরের ফুলবাড়ীতে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক আসামি পরিতোষ চন্দ্রকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ ও দিনাজপুর র্যাব-১৩-এর একটি দল। গতকাল দুপুরে পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরিতোষ চন্দ্র ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের মালিপাড়া গ্রামের মৃত ওপিন চন্দ্রের ছেলে।
ওসি খন্দকার মুহিব্বুল বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিল অভিযুক্ত পরিতোষ।