গাইবান্ধার ফুলছড়িতে নৌকার ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলো- ফুলছড়ি উপজেলার শান্ত রহমান (২৪), বাবু (১৮), সাঘাটার আবুল হাশেম (৫২) ও রাসেল (২০)।