জামালপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভার মনিরাজপুর ছোটগড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সাতটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ওই রাতেই জামালপুর সদর থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বিষয়টি জানান।