২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। চলতি আউশ মৌসুমে জেলায় ৩ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ২৬০ জন কৃষকের মধ্যে বৃহস্পতিবার বীজ-সার বিতরণ করা হয়েছে।