গাইবান্ধায় অনিয়মের কারণে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা এবং এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে বিশেষ টাস্কফোর্স। গতকাল শহরের পুরাতন বাজারে অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার কারণে মেসার্স একরামুল স্টোরকে ১ লাখ ১০ হাজার জরিমানা করা হয় এবং ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আসাদুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। শহরের ডিবি রোডে লেবেলবিহীন পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, পরেশ চন্দ্র বর্মন।