জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে শিক্ষার্থীর শ্লীলতাহানি ঘটনায় আটক দুই বখাটেকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন- খালিয়াজুরী সদরের কুঁড়িহাটি গ্রামের মিজান মিয়া (৩০) ও লক্ষ্মীপুর গ্রামের নাজমুল (২৮)। এ তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন। তিনি বলেন, ঘটনার পর মীমাংসার পাঁয়তারা হচ্ছিল।
আমরা আসামি আটক করে কোর্টে পাঠিয়েছি। যা করার আদালত করবেন। এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না জানান ওসি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালিয়াজুরীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী গত শনিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশে যাচ্ছিল। একই অটোরিকশায় থাকা দুই বখাটে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে থাকে। তারা শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে একাধিকবার হাত দেয়। ওই শিক্ষার্থী উপায় না দেখে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় সে।