বরগুনায় মিরাজ মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মিরাজ মুন্সির বাড়ি সদর উপজেলার বাওয়ালকর গ্রামে। তিনি সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ছিলেন। একই রাতে বরগুনা পৌরসভার কালিবাড়ী নামক স্থানে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে আরও একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কয়েকদিন আগে মন্টুর মেয়ে ধর্ষণের শিকার হয়। মন্টু বাদী হয়ে মামলা করেন। বুধবার থানায় মামলার স্বাক্ষী দেওয়ার কথা ছিল তার। মন্টুর পরিবারের অভিযোগ, ধর্ষণ মামলার আসামির সহযোগী ও স্বজনরা তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানায়, গতকাল সকালে কুমড়াখালী গ্রামের লোকজন ডাল খেতে একটি ঝোপের পাশে ব্যবসায়ী মিরাজের লাশ দেখতে পায়। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে মিরাজকে হত্যা করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।