গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭৫০ পিস ইয়াবাসহ হেলেনা বেগম (৩২) নামে এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হেলেনা বেগমের বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ। গ্রেপ্তার হেলেনা ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী।