হাওরাঞ্চল খালিয়াজুরীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষের সময় নিখোঁজ হয়েছিলেন তিনজন। তিন দিন পর গতকাল খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতরা হলেন- আটপাড়া উপজেলার শহীদ মিয়া (৫৫), কেন্দুয়ার হৃদয় মিয়া (৩০) ও মদন উপজেলার রোকন মিয়া (৫০)।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, গত শনিবার ধনু নদী পার হওয়াকে কেন্দ্র করে মাছ শিকারিদের সঙ্গে নৌকার মাঝি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন। নিখোঁজ হয়েছিলেন তিনজন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৫১ জনকে আটক করে পুলিশ।