উত্তরাঞ্চলের শিল্পাঞ্চলখ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রধান রেল স্টেশন মহিমাগঞ্জে যাত্রাবিরতি দেবে ঢাকাগামী আন্তনগর ট্রেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার থেকে মহিমাগঞ্জ রেল স্টেশনে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে। মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সোহাগ খান যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবরে মহিমাগঞ্জসহ গোবিন্দগঞ্জ উপজেলায় বইছে খুশির বন্যা।