নোয়াখালীর বেগমগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সি শিশু উদ্ধার করেছে র্যাব-১১। উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের এক বাড়ি থেকে শনিবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। একই দিন দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। চুরি হওয়া শিশুর মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।