নারায়ণগঞ্জের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁয়ের রাস্তাটি ছিল সাধারণ মানুষের ৫০ বছরের স্বপ্ন। স্বাধীনতার পর থেকে ওই এলাকায় লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। অনেক দেরিতে হলেও রাস্তাটির কাজ শুরু হচ্ছে। গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান রাস্তাটির কাজ তদারকি করতে যান।