এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার মাছ রপ্তানি শুরু হয়েছে। এক দিন বন্ধ থাকার পর গতকাল সকালে মাছভর্তি সাতটি পিকআপ ভারতের আগরতলায় প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও কয়েকটি মাছের পিকআপ আগরতলায় যাওয়ার অপেক্ষায় ছিল। ইএক্সপি না পাওয়ায় বুধবার ভারতে মাছ রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। আখাউড়া বন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ফারুক মিয়া বলেন, দিল্লির এনিম্যাল কোয়ারেন্টাইন থেকে আমাদের পারমিট দেয়। পারমিট আসতে দেরি হওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ ছিল। পারমিট পাওয়ায় গতকাল থেকে যথারীতি রপ্তানি শুরু হয়েছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্যতেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুঁটকি।