কুমিল্লায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ কর্মী মো. মিজানুর রহমান (৫০) গতকাল মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ১৫ মে রাতে মিজানুর রহমান সন্ত্রাসী হামলায় আহত হন। এ ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মূল আসামি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মিজানুর রহমানের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর ভূঁইয়াবাড়ি। তিনি ওই উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ঠিকাদার ছিলেন। তিনি খোরশেদ কন্সটাকশনের দোকান থেকে ঠিকাদারি বিভিন্ন প্রয়োজনীয় মালামাল আনতেন। বকেয়া টাকা নিয়ে খোরশেদ আলমের ছেলেদের সঙ্গে কয়েকবার কথা কাটাকাটি হয়। এর জেরে দৌলতপুর এলাকায় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।