রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় অটোরিকশার পাঁচ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদল। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অটোচালকরা গত বুধবার কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায়।