ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুরে গতকাল এ কর্মসূচি পালন করেন তারা। অবরোধ ও বিক্ষোভ চলাকালে সড়কের দুই দিকে তীব্র যানজট হয়। দুপুরে ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী ও ওসি আবদুল্লাহ আল মামুন এসে ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচ কালো ধোঁয়া বের হয়। এতে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটছে। খাবারে ময়লা-আবর্জনা পড়ে। এলাকাসী হাঁপানি, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ঠিকাদারের কাছে অনেকবার অ?ভি?যোগ দিলেও তিনি আম?লে নেননি। প্রশাসনে জানিয়েও মেলেনি প্রতিকার।