বগুড়ায় পৃথক দুটি অভিযানে ২১ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, সাতটি সিম এবং নগদ ২১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টেশন ও সদরের বেলাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাহিদুল ইসলাম (২৬), মমিনুর ইসলাম (২৫) ও সদর উপজেলার মামুনুর রশীদ মামুন (২৬), বগুড়া সদরের ঝন্টু বাসপর (২০) ও কাহালুর শাহিন বাদশা (৪৮)।