চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, মূল্য তালিকা না থাকা, বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও প্রয়োজনীয় তথ্য সংযোজন না করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গতকাল চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, কলেজ সড়ক ও টাউন ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।