হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৩ মামলার আসামি রাজবাড়ীর আলোচিত মাসুদ রানাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার দয়লানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মাসুদ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, অস্ত্র মামলায় মাসুদ এজাহার নামীয় আসামী ছিলেন।