লালমনিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেছে চাচা-ভাতিজির। এ ছাড়া ঝিনাইদহ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর-
লালমনিরহাট : আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজি নিহত হয়েছেন। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গতকাল এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। রমজান আলী কালীগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে। খাদিজা একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।
ঝিনাইদহ : ট্রাকচাপায় মারা গেছেন সব্যসাচী রায় (৩০) নামে একজন এনজিও কর্মকর্তা। সদর উপজেলার বিষয়খালী বাজারে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সব্যসাচী যশোরের মনিরামপুরের ব্রহ্মপুর গ্রামের বিমল কুমারের ছেলে। রাজশাহী আরআরএফ এনজিওর অডিট অফিসার পথে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার সময় সব্যসাচী রাজশাহী থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন।
শরীয়তপুর : জাজিরায় অটোরিকশা উল্টে গৌতম হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে গতকাল নিহত হন ট্রাকচালক হাফিজুর রহমান।
টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে কাভার্র্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেছে শতকত আলী (৫০) নামে এক ব্যক্তির।