মেহেরপুরের মাঠের পর মাঠ ফসলের জমিতে সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্পে। লাগছে না বিদ্যুৎ ও জ্বালানি তেল, ডিজেল। এতে যেমন বিদ্যুৎ-জালানি সাশ্রয় হচ্ছে তেমনি কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পুরো জেলার আবাদি জমির সেচ সোলার পাম্পের আওতায় আনলে ঘটবে কৃষিবিপ্লব। সোলার পাম্প প্রকল্পে সহায়তা করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি। মেহেরপুর বিএডিসির তথ্য অনুযায়ী জেলায় ২০ হর্স পাওয়ারের ৩০টি ও সাড়ে সাত হর্স পাওয়ারের ২১টি সোলার সেচপাম্প চালু রয়েছে। এ ছাড়া নদ-নদী কেন্দ্রিক সেচ পাম্প ৩৫টি ও ভূগর্ভস্থ সোলার সেচ পাম্প রয়েছে ৪৩টি। নদ-নদী কেন্দ্রিক সেচপাম্প থেকে প্রতিদিন ৩০ বিঘা জমি এবং ভূগর্ভস্থ মিনি সেচ পাম্প থেকে দিনে ৪০ বিঘায় সেচ পাচ্ছে। ২০ হর্স পাওয়ার সোলার সেচপাম্প নির্মাণে খরচ প্রায় ৬০ লাখ আর সাড়ে সাত হর্স পাওয়ারে খরচ পড়েছে ৪৫ লাখ টাকা। প্রকল্পের অনুকূলে ৩ হাজার একর জমি সেচের আওতায় নেওয়া আছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। কৃষক ফয়সাল আহমেদ জানান, প্রতিবার সেচ দিতে বিঘাপ্রতি চার-পাঁচ লিটার ডিজেল কিনতে হতো। পাঁচ লিটার ডিজেলের বাজারমূল্য ৫২৫ টাকা। সোলার পাম্পে মাত্র ৩০০ টাকায় এক বিঘা জমিতে সেচ দিতে পারছেন। কবির মিয়া বলেন, এখন চাষিদের বিদ্যুতের অপেক্ষায় থাকতে হয় না। কিংবা ছুটতে হয় না ডিজেলচালিত পাম্প মালিকদের কাছে। স্বল্প খরচে সব ধরনের ফসলে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে। প্রতিটি সোলার সিস্টেমে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দিনভর মাঠে পানি সরবরাহ করছে। কৃষক ময়েজ উদ্দিন বলেন, আগে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের চালককে তেল কিনে বাড়িতে দিয়ে এলে জমিতে পানি দিয়ে দিত। তেল দিতে দেরি হলে সেদিন আর পানি দেওয়া হতো না। সময়মতো পানি না দেওয়ায় ফসলের ক্ষতি হতো। সোলার সেচ পাম্পে ফোন দিলেই পানি দিয়ে দেয়। সময়মতো পানি দেওয়ায় উৎপাদন বেড়েছে। মেহেরপুর বিএডিসির প্রকৌশলী শামীম হায়দার জানান, কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন তথ্যপ্রযুক্তির সমন্বিত ব্যবহার করে বিপ্লব ঘটাতে হবে। মান্দাতার আমলের কৃষি উৎপাদন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। মেহেরপুর জেলায় সোলার পাম্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প খরচে কৃষকরা জমিতে সৌরবিদ্যুৎচালিত পাম্পের সেচ সুবিধা পাওয়ায় দিন দিন বাড়ছে এ প্রযুক্তির চাহিদা। বিপ্লবের অপার সম্ভাবনা রয়েছে। পাম্পগুলোতে প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার পানি তোলা হচ্ছে। পাম্পগুলো কোনো ঝামেলা ছাড়াই টানা ২০ বছর সার্ভিস দেবে জানান সংশ্লিষ্টরা।
শিরোনাম
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
সোলার পাম্পে কৃষিবিপ্লব
মাহবুবুল হক পোলেন, মেহেরপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর