জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা এলাকায় অবস্থিত বারো শিবালয় মন্দির চত্বরে দুই দিনব্যাপী শিব চতুর্দশীর পূজা-অর্চনা ও মেলা শুরু হয়েছে। গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত সমবেত হন মন্দির প্রাঙ্গণে। ছোট যমুনা নদীতে পূণ্যস্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা-অর্চনা করেন। পাশাপাশি মন্দিরের চারপাশে বসেছে প্রায় ৪০০ বছরের পুরোনো গ্রামীণ মেলা। এ মেলায় মিঠাই-মন্ডা, খেলনা সহ হরেক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু-কিশোরদের জন্য রয়েছে নানা বিনোদন ব্যবস্থা।
গাইবান্ধার একজন ভক্ত চুমকি সাহা বলেন, ‘প্রতি বছর শিব চতুদর্শী উপলক্ষে সকালে ব্রত রেখে পূজার জন্য বারোশিবালয় মন্দিরে আসি। শিবের তিথি উপলক্ষে শিবের মাথায় দুধ, জল, ঘি, মধু দিয়ে পূজা করি। সিরাজগঞ্জ থেকে আসা দেবাশীষ রায় বলেন, দেশের সবচেয়ে বড় বারোটি শিব মন্দির জয়পুরহাটের বারো শিবালয়। এখানে পরিবারসহ গঙ্গা¯œান শেষে শিব ঠাকুরের মাথায় জল ঠেলে প্রার্থনা করেছি। যে যা কামনা করে তাই ফলপ্রসূ হয়। হাজার হাজার মানুষ এখানে আসেন।
মন্দির কমিটির আহ্বায়ক বিশ্বনাথ আগরওয়ালা বলেন, দেশে একমাত্র বারোটি শিব লিঙ্গ শুধু জয়পুরহাটের বারো শিবালয় মন্দিরেই রয়েছে। গতকাল মহাকুম্ভতে ¯œান হচ্ছে। দুই দিন এলাকা মিলনমেলায় পরিণত হয়। মেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর রেজাউল ইসলাম জানান, বারো শিবালয় মেলায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। কোনো অপ্রীতিকর এড়াতে পুলিশ টহল দিচ্ছে।