কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ইব্রাহীম খলিল (৫০) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল ইব্রাহীম খলিলের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আসামিদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কান্দারপাড় এলাকার ব্রিজের ওপর মাসুদ ও কামরুলের পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালায়। কামরুল ‘বায়তুল আকসা জামে মসজিদে’ আশ্রয় নিলে তারা মসজিদের ভিতরে ঢুকে হামলা চালায়। এতে ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন।
১৫ ফেব্রুয়ারি রাতে ইব্রাহীম খলিলের বড় ভাই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ২১ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।