আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতায় তিনটি বিভাগে অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াজিউর রহমান রাফেল, সিরাজুল ইসলাম বাবু, ইদ্রিসউজ্জামান মোনা প্রমুখ।