‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপনে দিনাজপুরে স্কেটিং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনাজপুর শহরের শিশুপার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে এই র্যালি বের হয়। জেলা প্রশাসন আয়োজিত র্যালিটি শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশুপার্ক স্কেটিং গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-এ-আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেইন, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, প্রশিক্ষক নুরুল ইসলাম নুরু, সাদ্দাত পিয়াস পাটোয়ারী প্রমুখ।