যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের সয়দাবাদ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্ভাডভ্যানও জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে র্যাব-১২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তাররা হলেন- বিরলপুর থানার মুরাদপুর গ্রামের ফরমান হোসেন ও ঠাকুরগাঁওয়ের কালিকাগাঁও গ্রামের লিটন ইসলাম মাসুদ।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, এ ঘটনায় বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।