জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ তেমন দৃশ্যমান না হওয়া, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘হবিগঞ্জ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহরের কোর্ট মসজিদ থেকে গতকাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হল এলাকায় অবস্থান নেয়। সেখানে সড়ক অবরোধ করা হয়। বক্তারা বলেন, সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হলেও হবিগঞ্জে তা দৃশ্যমান নয়। পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
অবরোধ চলাকালে যান চলাচল বন্ধ হয়ে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা ২টার দিকে ঘটনাস্থলে আসেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ও সদর মডেল থানার ওসি আলমগীর কবির। তারা আশ্বাস দেন, প্রশাসন তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে।