জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ফরিদপুরের ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন সভাপতিত্ব করেন। জেলা পরিষদের সহযোগিতায় আন্দোলনে আহত ১০ শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।