ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলার বাজারে হত্যা মামলার দুই সাক্ষী হাসান আলী (৩০) ও আজিজুল ইসলামমকে (৩৫) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনার প্রাথমিক তথ্য আমরা জানতে পেরেছি। তারা সবাই ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার আসামি। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও আহতরা জানান, গতকাল মহেশপুর উপজেলা যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের নুর ইসলামের দুই ছেলে হাসান আলী (৩০) ও আজিজুল ইসলাম (৩৫) বাড়ি থেকে মহেশপুর যাচ্ছিলেন। পথে মান্দারতলা বাজারে সোহাগের দোকানে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার আসামি খুলনার আলামিন, ভৈরবের লিটন ও মান্দারতলা গ্রামের আশিক দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যার চেষ্টা চালায়। বাজারের লোকজন এগিয়ে এলে হত্যার চেষ্টাকারীরা পালিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ধান্যহারিয়া গ্রামের সাধারণ মানুষ জানান, হাসান ও আজিজুল ২০২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ওই মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে এসে কয়েক দিন ধরে তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। পরিকল্পিতভাবে তাদের হত্যা করার জন্য ভাড়াটিয়া কিলার ভাড়া করে নিয়ে মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটানো হয়েছে।