লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ২০ শয্যার হাসপাতালে মিলছে না চিকিৎসাসেবা। এতে ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো থাকলেও এগুলোর কার্যক্রম নেই। এতে এসব যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। ১৯৯১ সালে নির্মিত হাসপাতালটি ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হয়। ২০০১ সালে রাজস্ব খাতে আনা হলে শুরু হয় জনদুর্ভোগ। ২০১১ সালের অক্টোবরে হাসপাতালটিতে ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা চালু হয়। প্রথম কয়েক মাস ভালোভাবে চললেও বেশিদিন অব্যাহত থাকেনি। বর্তমানে ইনডোর চিকিৎসাসেবা বন্ধ। আউটডোর ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও তা নামমাত্র। ইউনিয়নের কেউ অসুস্থ হলে প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। হাসপাতালের ভিতরে অধিকাংশ দরজায় তালা ঝোলানো। কয়েক বছর ধরে ইনডোর চিকিৎসা বন্ধ থাকায় আধুনিক যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে। হাসপাতালের কার্যক্রম সচল রাখতে চারজন মেডিকেল অফিসার প্রয়োজন হলেও কর্মরত আছেন মাত্র একজন। চারজন সহকারী নার্স থাকার কথা থাকলেও একজনও নেই। ফার্মাসিস্ট এবং আয়ার একটি করে পদ থাকলেও তা শূন্য রয়েছে। অফিস সহায়ক পদে দুজন থাকার কথা কিন্তু কেউ কর্মরত নেই। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয় না। এখানে ডাক্তার এসে দুই ঘণ্টা থেকে চলে যান।’ আবদুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে যে যন্ত্রপাতি আছে সেগুলো চালু থাকলে আমাদের পাটগ্রাম যাওয়া লাগত না। এখানেই চিকিৎসা পাইতাম।’ মেডিকেল অফিসার ডা. নূর আরেফিন প্রধান জানান, হাসপাতালটি প্রত্যন্ত এলাকায়। এর কার্যক্রমের মধ্যে শুধু আউটডোর চালু আছে। জনবলের অভাবে ইনডোর চালু করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান আলী বলেন, ‘দহগ্রাম-আঙ্গরপোতা হাসপাতালে একজন চিকিৎসক আছেন। একজনের পক্ষে তো ইনডোর চালু রাখা সম্ভব নয়। আরও চিকিৎসক-নার্স দরকার। অ্যাম্বুলেন্স আছে একটি চালক নেই। দীর্ঘদিন পড়ে থাকায় এর ব্যাটারি ও টায়ার নষ্ট হয়ে গেছে।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
কার্যক্রম বন্ধ, অচল যন্ত্রপাতি
স্বাস্থ্যসেবাবঞ্চিত সাধারণ মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর