রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে বালু মহালের টেন্ডার জমা দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ইমরান হোসেন মনিম নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত মনিম মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় একাধিক সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাংবাদিক লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।