দীর্ঘদিন সংস্কার হয়নি চিরিরবন্দরের বেশির ভাগ গ্রামীণ সড়ক। সড়কগুলোর পিচ-পাথর উঠে বেরিয়ে পড়েছে খোয়া ও মাটি। অনেক স্থানে সৃষ্টি হয়েছে ছোটবড় গর্ত। দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় মানুষ। এমন বেহাল অবস্থা চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নের গছাহার থেকে ফতেজংপুরের চৌধুরীহাট পর্যন্ত দুই কিলোমিটার সড়কের। বর্ষা মৌসুমের আগে এই সড়ক সংস্কার না করলে ভোগান্তি কয়েকগুণ বেড়ে যাবে আশঙ্কা এলাকার লোকজনের।
আলোকডিহি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রশিদ জানান, সড়কটির পাশে দুটি হাটও বসে। এ কারণে মানুষের চলাচল বেশি। খানাখন্দে ভরা সড়কটির দিকে সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রয়োজন।
স্থানীয় রফিকুল ইসলাম, আবদুর রহিম জানান, চিরিরবন্দরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে স্মৃতিবিজড়িত নানান নিদর্শন। যা অতীতকে মনে করিয়ে দেয়। পূর্বপুরুষদের জানতে অনেকটা সহায়তা করে পুরাকীর্তি। সভ্যতা, কৃষ্টি-কালচার জানতে ও বুঝতে পুরাকীর্তির বিকল্প নেই। এমনি এক নিদর্শন ৩০০ বছরের শিববাড়ি জমিদারবাড়ি মন্দির। ইতিহাসের সাক্ষী এই শিববাড়ি জমিদারবাড়ি মন্দিরের পাশ দিয়ে যাওয়া পাকা সড়কটির বেহাল দশা। সড়কটি সংস্কার হলে এলাকায় লোকসমাগম বাড়বে।