ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে আবু নাছির হত্যা মামলার বাদী নিজাম উদ্দিনকে (৪৫) বেধড়ক পিটিয়েছেন যুবলীগ নেতা ও হত্যা মামলার আসামি কাউছার বাহিনীর সদস্যরা। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নজরপুর মোড়ে তার ওপর হামলা হয়। নিজাম উদ্দিনকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, শুনেছি একজন মারধরের শিকার হয়ে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ আসেনি।
স্থানীয়রা জানান, আওয়ামলী লীগ সরকার পতনের পর যুবলীগ নেতা কাউছার ভূঞা গাঢাকা দিয়েছেন। তার বাহিনীর লোকজন এখনো মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আহত নিজাম উদ্দিন জানান, ২০২০ সালে তার ছোট ভাই আবু নাছিরকে কাউছার ভূঞার লোকজন পিটিয়ে আহত করেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর সে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাবা আবু শ্যামা কাউছার ভূঞাকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলা তুলে নিতে বার বার চাপ দিচ্ছিলেন কাউছার। এর জেরেই কাউছারের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে।