চট্টগ্রামের ফটিকছড়িতে এনআইডি কার্ড, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ, প্রত্যয়নপত্রসহ সনদ জালিয়াতির অভিযোগে হেঁয়াকো বাজার থেকে মো. রাসেল (২৫) নামের এক দোকানি আটক হয়েছেন। তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের চুক্তিও করেন তিনি।