বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় রংপুরে গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুরের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। পরে উভয় পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায় কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. আবদুল আজিজকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তাড়াশ আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।