মেহেরপুরে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে ডিম-ইট পাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ পুনরায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ড শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতা-কর্মীরা। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় ফরহাদ হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।