শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল ইসলামের নেতৃত্বে গতকাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে শুরু হয়ে দুই কিলোমিটার প্রদক্ষিণ করে। মাওনা চৌরাস্তা ওভার ব্রিজের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমদের সভাপতিত্বে ও উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।