লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামে। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, রতনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি হত্যা, চুরি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ব্যাংকের কর্মকর্তারা আসেন। ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়া ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।