কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ অপহরণের শিকার হন। চার ঘণ্টা পর বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা শহর থেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। নাহিদ নামে একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তারা পাঁচজন মিলে শাকিলকে অপহরণ করেন।
বাকি চারজন হলেন- জেলা শহরের বিষ্ণপুরের হারুন মিয়ার ছেলে জিহাদ, ঝাউতলার আক্তার মোল্লার ছেলে সাইফুল, ফৌজদারি এলাকার শাহিন ও আকাশ।