১ ফেব্রুয়ারি থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক গমনে চূড়ান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার দাবি তুলে এ বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও দ্বীপবাসী। গতকাল টেকনাফ উপজেলার সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও দ্বীপবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেন্টমার্টিন জেটিঘাটে পথসভায় আবদুর রহমান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- আকতার নুর, কেফায়েত উল্লাহ খান, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ খান, জালাল উদ্দিন, নাসরিন আক্তার প্রমুখ।