বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া তীব্র কষ্ট, হতাশাসহ অন্যান্য নেতিবাচক বিষয়ের সম্মিলিত ও চূড়ান্ত পরিণতি আত্মহত্যা। সম্প্রতি পটুয়াখালী জেলায় আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আর এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ ‘আত্মহত্যা রোধ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।
গতকাল সকালে পটুয়াখালী শের-ই-বাংলা গার্লস স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান।