শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয়র লাশ অবশেষে সৎকার করেছেন কারা কর্তৃপক্ষ। পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে গতকাল মৃতদেহ দুটি সৎকার করা হয়। দুই বছরের বেশি পড়ে থাকা লাশ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। দুই ভারতীয় হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। বাবুল সিংয়ের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ জানান, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে জাজিরার নাওডোবা থেকে আটকের পর কারাগারে পাঠান আদালত। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং।
এর পর থেকে লাশ দুটি হাসপাতালের হিমাগারে ছিল। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর লাশ দুটি সৎকারের সিদ্ধান্ত হয়।